গাজীপুর মহানগরীর কাশিমপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।
সোমবার (১৫ইআগস্ট) দুপুর দুইটায় কাশিমপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থিত তেতুইবাড়ী শরীফ ব্যাপারীর অফিস মাঠে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
প্রায় এক হাজার লোকের উপস্হিতিতে আয়োজন-অনুষ্ঠানে হাজারো মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কাশিমপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শরিফ বেপারীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে দুপুর দুইটায় প্রথমাংশে উপস্থিত ছিলেন,কাশিমপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও কাউন্সিলর মোঃ সাইজ উদ্দিন মোল্লা। কামরুল বেপারী, এইচ এম পারভেজ, আরিফ হোসেন, আমির হোসেন, মামুন মৃধা, আরিফ মোল্লা, মোঃ ফরিদ দেওয়ান, সাহিন মোল্লা।
বিকাল ৪টায় দ্বিতীয়াংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মীর আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান তুলা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ হেলাল দেওয়ান,সহসভাপতি মোঃ কামরুজ্জামান খান, মোঃ জসিম উদদীন মন্ডল ,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লা খান, যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন মন্ডল,আরিফ মোল্লা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মন্তাজ উদ্দিন মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ ফকির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামান,সবুজ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত আলোচনা সভা ও দোয়া মহফিল শেষে প্রায় এক হাজার মাুনষের কাঙ্গালীভোজের আয়োজন করে।