গাইবান্ধায় এপেক্্র ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এসময় সভাপতিত্ব করেন গাইবান্ধা এপেক্্র ক্লাবের সভাপতি মাহফুজার রহমান স্বপন।
মঙ্গলবার (০২ অগাস্ট) সকালে গাইবান্ধা পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পুকুর পাড়ে গাছ রোপন এর এ কর্মসূচির উদ্ধোধন করা হয়। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, সিনিয়র সহ-সভাপতি এপেক্্র বাংলাদেশ মাহমুদুল হক সাবু, এপেক্্র ডিজি সেভেন সাহারুল হক টিটু, ডিজি ওয়ান এপেক্্র কবির হোসেন, এপেক্্র বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক সুজিত কুমার সাহা, এপেক্্র বাংলাদেশের সার্জন এন্ড আর্মস মনোয়ার হোসেন লাভলু, পিপি ঢাকা এপেক্্র মুজিবুর রহমান, পিপি এপেক্্র রেজাউল করিম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী -০২ এএসএম নাফিস,এপেক্্র এ্যাড ফেরদৌসী আকতার রুনা, ডিজি সেভেন সেক্রেটারী এপেক্্র আব্দুল ওয়াদুদ, গাইবান্ধা এপেক্্র ক্লাবের সাধারন সম্পাদক নুরজ্জাহান বেগম নুরী,এপেক্্র জুয়েলসহ আরও অনেকেই। বৃক্ষরোপন কর্মসুচিতে ফলজ, বনজসহ ঔষধি পাঁচশত গাছ রোপন করা হয়।