খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
শোক দিবস উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসুচি পালন করে।
১৫ আগষ্ট শনিবার সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্হবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পৃথক দুটি কর্মসূচীতে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এছাড়াও গুইমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মধ্য দিয়ে আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসুচির পালন করা হয়।