চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার জোয়ারা হিন্দু পাড়ায় পিতা-মাতার সাথে অভিমান করে
কিশোর মুন্না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১২ আগস্ট তার ক্রিয়া সম্পন্ন হয়।
জানা যায়, পৌরসভার জোয়ারা গ্রামের কান্তি চক্রবর্তীর ছেলে মুন্না চক্রবর্তী
(১৫) গত ৯ আগস্ট রাতে তাদের ঘরের ২য় তলায় সবার অগোচরে ছাদের বিমের সাথে
রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রাতে পরিবারের লোকজন ঘুমাতে গিয়ে
মুন্নার লাশ উদ্ধার পূর্বক দাহ করে সৎকার কাজ সম্পন্ন করে। বিষয়টি নিয়ে
এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন
বলেছেন তিনি বিষয়টি সম্পর্কে শুনেন নাই। তবে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে
জানিয়েছেন।