চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গাছবাড়িয়া সরকারি
কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে থেকে ৮ হাজার ১’শ
ইয়াবাসহ ২জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হয়।
গতকাল ১২ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া সরকারি কলেজ
সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান
পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম অভিমূখী প্রাইভেট স্টেশন ওয়াগনের (ঢাকা
মেট্রো-গ-৩২-১৫২২) এসি প্যানেলের ভিতরে সুকৌশলে রাখা অবস্থায় ৬ হাজার পিচ
ইয়াবাসহ লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার আবদুর রহিমের ছেলে ইসমাইল হোসেন (৩০)
কে আটক করে।
অপর এক অভিযানে গত ১১ আগস্ট মধ্যরাতে একই স্থানে অভিযান
চালিয়ে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে ২ হাজার ১’শ ইয়াবাসহ টেকনাফের
কালা মিয়ার ছেলে ফয়সাল নূর প্রকাশ ফয়সাল (২৪) কে আটক করে। আটককৃতদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ
করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।