চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কের দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে ৬ হাজার ৮’শ
পিচ ইয়াবাসহ ১জনকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে থানা মামলা দায়ের করা হয়।
গতকাল ১৯ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া
সরকারি কলেজ সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগ অফিসের সামনে চেকপোস্ট
বসিয়ে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে
অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি থানার আবুল কাসেমের ছেলে আওলাদ
হোসেন প্রকাশ আলা উদ্দিন (৪০) কে ৬ হাজার ৮’শ পিচ ইয়াবাসহ আটক
করে। সে বর্তমানে দোহাজারী চাগাচর বশর সওদাগরের ভাড়া বাসায় থাকে।
আটককৃত’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে
আসামীকে গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।