সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগরণের সদস্য মোনায়েম আহমেদ সোহানের উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রায় সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহি সংগঠন জাগরণ।
জাগরণ সভাপতি মোঃ খাইরুন নবী’র সভাপতিত্বে হাটহাজারী রেলস্টেশন সংলগ্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জাগরণ কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাগরনের উপদেষ্টা অ্যাডভোকেট এম সাখাওয়াত হোসেন।
জাগরণের সাবেক সাধারন সম্পাদক আবু আহমদ, হাটহাজারী উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম খান, জাগরণ সহ সভাপতি ইউনুস খন্দকার, সিনিয়র সদস্য মোঃ মাহমুদুল করিম, হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, ব্যাংকার মোহাম্মদ হোসাইন উল কবির চৌধুরী, সিনিয়র সদস্য মোঃ ইব্রাহিম খলিল সিকদার, সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, সিরাজ মিয়া, ক্রীড়া সম্পাদক এসএম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এরশাদুল্লাহ শিকদার, প্রচার সম্পাদক সাইফুদ্দিন সজিব বশির, মিলনায়তন সম্পাদক মো হাসান, সদস্য মাওলানা আলমগীর।
সাইদ, আরেফিন মিনহাজ, হাবিবুর রহমান হাবিব, দিপু চৌধুরী, মো. বাদশাহ্, মঈনুদ্দিন প্রমূখ।
মোনায়েম আহমেদ সোহান উচ্চ শিক্ষিত হয়ে দেশ ও জাতীর জন্য অবদান রাখবেন’ বক্তব্যে এমনটিই আশা প্রকাশ করেন সভাপতি, প্রধান অতিথি ও সদস্যরা।