জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ দিনাজপুর জেলার শাখার আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১৫ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা শাখা কার্য্যালয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ দিনাজপুর জেলার শাখার সভাপতি সাবেক ভিসি হাবিপ্রবি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সভায় বক্তব্য রাখেন,শিশু রোগ বিশেষজ্ঞ ও সংগঠনের সাধারন সম্পাদক ডা: মশিউর রহমান,এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: রবি,আসাদুর রহমান ভুঁইয়া তপন ও কেবিএম কলেজের অধ্যাপক আব্দুস সবুর প্রমুখ।
এর আগে সংগঠনের সভাপতি ও সা:সম্পাদকের নেতৃত্বে সংগঠনের অন্যান্য কর্মীরা দিনাজপুর জেলা প্রশাসক চত্তরে প্রতিষ্ঠিত জাতিরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। সভা শেষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাতবরনকারী সকল সদসের আত্বার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।