গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরনে আন্তর্জাতিক দিবসে ঠাকুরগাঁও জেলায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ঠাকুরগাঁও জেলায় আয়োজনে এবং মায়ের ডাক এর ব্যানারে ৩০ আগষ্ট মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক নুর আফতাব রুপম, কামরুল ইসলাম, আনিছুর রহমান মিঠু এবং গুম হয়ে যাওয়া পরিবারের সদস্য রাজু আহমেদ। এ সময় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়াক এর সদস্যরা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।