ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র উদ্যেগে ১৩ আগষ্ট শনিবার বিকাল ৩টায় দলীয় কাযালয়ে দলের সাংগঠনিক সভা ও সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সহ- সভাপতি রাজিউর রহমান আসাদ, আইয়ুব আলী খাঁন, সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, অর্থ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, বিএনপি’র নেতা সফিকুল ইসলাম, ওয়াহেদুজ্জামান, রাশেদ আলী, ইসমাঈল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট ইউসুফ আলী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ। আলোচনা সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তিতাকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি রাজিউর রহমান চৌধুরী রাজুর আত্মার মাগফেরাত প্রকাশ সহ কিছুদিন আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির কায্যলয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদকের উপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এহেন কমকান্ডে জড়িতদের বিরুদ্ধে দল থেকে বহিস্কার করার দাবী জানান। আগামী দুই সপ্তাহের মধ্য আট ইউনিয়ন ও ওয়ার্ড পযায়ের বিএনপি’র কমিটি চুরান্ত করার পর উপজেলা বিএনপি’র সম্মেলন সম্পন্ন করার লক্ষে ব্যপক পদক্ষেপ গ্রহণ করে।