1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৭১ বার

শিক্ষা প্রতিষ্ঠানে শারিরীক শাস্তি নিষিদ্ধকরণের বিষয়ে হাই কোর্টের দিক নির্দেশনা অমান্য করে এবং সংবিধান পরিপন্থী হলেও একের পর এক শিক্ষার্থী মারপিটে নির্যাতন ঘটনা ঘটেই চলেছে। এমনই অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের বিরুদ্ধে। তিনি ঐ স্কুলের দুই ছাত্রীকে শারিরীক শাস্তি দিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ দাখিল করেছেন ভূক্তভোগী পরিবার।
অভিযোগে জানা যায়, সম্প্রতি বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (১৪) এবং সপ্তম শ্রেণীর ছাত্রী আরফিনা (১২)।

শারিরীক অসুস্থ্যতার কারণে বিদ্যালয়ের এসেমব্লিতে (পিটি) অংশগ্রহণ করতে পারেনি। সে সময় তারা ক্লাস রুমেই বসে ছিল। এমন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ছাত্রীদের জিঙ্গাসা করার সাথে সাথেই গাছের কাঁচা ডাল দিয়ে পিটাতে শুরু করে। এতে ঐ দুই শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে ইয়াসমিনকে তার পরিবার গ্রাম চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেন এবং আরফিনাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আসাদুজ্জামান দুলাল স্যার তিনি আমাদের কাঁচা জিয়া গাছের ডাল দিয়ে মেরেছিল, আমরা বিষয়টি কাউকে জানাইনি। তিনি প্রায় শিক্ষার্থীদের উপর এ ধরনের নির্যাতন চালান।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল বলেন, আপনি স্কুলে আসেন, তার পরে কথা হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানবিন্দু রায় বলেন বিষয়টা আমি শুনেছি। আমার কাছে দুই পরিবারের অবিভাবক এসেছিল আমিও তাদের দেখতে গিয়েছিলাম। তবে শিক্ষক যে কাজটি করেছে তিনি অপরাধ করেছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদ আলী বলেন আমার বিষয়টি জানা নেই। আমি সবে মাত্র যোগদান করেছি। তিনদিন হলো প্রশিক্ষণে ছিলাম। তবে বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম