৯ আগষ্ট মঙ্গলবার পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের বলাকা হলের সামনের রাস্তার ডিভাইডারে বিভিন্ন শোভাবর্ধন গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। “চল করি বৃক্ষরোপন, পৃথিবী হবে সৌন্দর্যভূবন, গাছ লাগাই পরিবেশ বাচাই” এই শ্লোগানে ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, ডা: মো: মজিদুল ইসলাম সোহেল, সহ: অধ্যাপক মো: আনিছুর রহমান, সহ: অধ্যাপক রাজ নারায়ন রায়, এ্যাড. মো: জাহিদ ইকবাল, সহ: শিক্ষক মো: আবু সারোয়ার জামান, মো: আব্দুল ওয়াহিদ মানিক, সুলতান হাবিব, মনোয়ার হোসেন, ডা: মাহমুদুল হাসান সোহাগ, জবাইদুর, মান্নান, সৈয়দ মাসুদ, মুসাররাৎ জাহান মনি, মুনমুন, নুরনাহার, আব্দুর রশিদ মনা, ইয়ামুল, ডাবলু, অনিক, ফারুক, শহিদুল, রেজাউল, সহ: অধ্যাপক আমিরুল ইসলাম সহ অন্যান্যরা। পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মাঝের ডিভাইডারের ফাকা অংশে শোভাবর্ধনে ২ শতাধিক গাছের চারা রোপন করেন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর সদস্যরা। এ সময় বন্ধুদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণের অংশ হিসেবে সংগঠনের সদস্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলকে একটি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। রোপনকৃত চারাগুলিতে নিয়মিত পানি, নিরানীসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে পরিচর্যা করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।