দৈনিক “করতোয়া”র ৪৬তম বর্ষপূর্তি ও ৪৭ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ আগষ্ট শুক্রবার প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে কেক কেটে পদার্পন অনুষ্ঠান উদযাপন করেন– প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী।
পরে আলোচনা সভায় করতোয়ার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: সৈয়দ আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক ও প্রকাশক এবং প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আলহাজ্ব মো: আব্দুল লতিফ, সহ -সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সাবেক সহ -সভাপতি শাহীন ফেরদৌস, নির্বাহী সদস্য ফজলে ইমাম বুলবুল, সদস্য জয়নাল আবেদীন বাবুল, গোলাম সারোয়ার সম্রাট, এসএম জসিম উদ্দিন, তানভির হাসান তানু, শাহ মো: নাজমুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক ভুট্টো প্রমুখ। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য ও এশিয়ান টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শারমিন হাসান।