পৌর শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় ডাস্টবিন বিতরণ করা হয়। ২৩ আগষ্ট মঙ্গলবার ৪নং– ওয়ার্ড কাউন্সিলর সুদাম সরকারের পক্ষ থেকে এ বিতরণ অনুষ্ঠিত হয়। সুদাম সরকারের ব্যক্তিগত উদ্যোগে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় পৌর শহরের সমবায় মার্কেট থেকে। এ সময় বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোদাচ্ছের হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি মাহাবুব ই আলম লিটন প্রমুখ। সুদাম সরকার বলেন, ব্যক্তিগত উদ্যোগে ৪নং ওয়ার্ড এলাকায় মোট ৫০টি ডাস্টবিন বিতরণ করা হয়। ওয়ার্ডটিকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ওয়ার্ডবাসীকে ডাস্টবিন গুলো ব্যবহারের আহবান জানাচ্ছি।