ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এল,আই,ইউ,পি,সি) এর টাউন ফেডারেশন নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগষ্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ নির্বাচনে ভোটগ্রহন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৩৫টি ওয়ার্ড নিয়ে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। নির্বাচনে ভোট গ্রহন হয়েছে ৪৭৮টি। এ নির্বাচনে সভাপতি পদে মোট চার জন অংশ নিয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৮নং ওয়ার্ড থেকে আম প্রতীকে ১২৬ ভোট পেয়ে রাশিদা আক্তার শান্তা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
রাশিদা আক্তার শান্তা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে সভাপতি পদে ও আমার প্যানেলকে নির্বাচিত করায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি আমি যেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি। নির্বাচন পরবর্তী একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি রাশিদা আক্তার শান্তা, দপ্তর সম্পাদক রোখসানা জাহান, কোষাধ্যক্ষ শেফালি আক্তার, কার্যনির্বাহী সদস্য শিখা ইসলাম।