1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, এগিয়ে ওসমান গনি ও সেলিম ভূঁইয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ

তিতাসে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, এগিয়ে ওসমান গনি ও সেলিম ভূঁইয়া

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৭০ বার

কুমিল্লা তিতাস উপজেলার বিএনপির আহবায়ক কমিটিতে মুল ২পদে জায়গায় করে নিতে সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। কেন্দ্র থেকে জেলা পর্ষন্ত চলছে জোর লবিং। এনিয়ে তৃনমুলে চলছে জল্পনা-কল্পনা। এবং দলটির নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি ২০২০ সালে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সালাউদ্দিন সরকার সভাপতি ও ওসমান গনি ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর কমিটির প্রায় দুই বছেরর মাথায় সভাপতি সালাউদ্দিন সরকার সপরিবার নিয়ে বিদেশ পারি দিলে পদটি শূন্য হলে গত ১৭ নভেম্বর ২০২১ সালে তিতাস উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর ৬ মাস পরেই কেন্দ্রীয় কমিটি কুমিল্লা উত্তর জেলা মেয়াদোত্তীর্ণ বিএনপির কমিটি বিলুপ্ত করে সাবেক কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকারকে আহবায়ক ও এ.এফ.এম তারেক মুন্সী কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পরপরই কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আলোচনা আসলে শুরু হয় আহ্বায়ক ও সদস্য সচিব পদে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ।

জেলা ও উপজেলা সিনিয়র নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, তিতাস উপজেলা আহ্বায়ক কমিটিতে আসার জন্য আহ্বায়ক পদে ৩জন ও সদস্য সচিব পদে ২জন জোর লবিং করছেন। তারা হলেন আহ্বায়ক পদে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. মাহবুব সরকার, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব পদে, বর্তমান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সেলিমা ভূঁইয়া ও উপজেলা বিনপির সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু।

এর মধ্যে আহ্বায়ক পদে ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব পদে মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার নাম শোনা যাচ্ছে বেশ জোড়েসোড়ে এবং এগিয়ে আছেন বলে আলোচনা চলছে।

এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ মোতাবেক বিগত দিনে যারা দলের জন্য ভালো ভূমিকা রেখেছে, হামলা মামলার শিকার হয়েছে এবং সামনে কঠিন সময়ে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে পারবে তাদেরকে দিয়ে তিতাস উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আর যারা দুঃসময়ে কমিটিতে থেকেও আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন বাদ পড়বেন শুধু তারা। কোন তদবিরে কাজ হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম