কুমিল্লা তিতাস থানা চত্বরে সেবা প্রত্যাশীদের বসার জন্য গোলঘর “কিছুক্ষণ” এবং লাশবাহী গাড়ি “পারাপার” উদ্বোধন করলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ফারুক আহমেদ পিপিএম (বার)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস এর বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে এগুলো উদ্বোধন করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন তিতাস থানার তদন্ত ওসি রফিকুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারীরা।
উদ্বোধন এর পূর্বে পুলিশ সুপার পিপিএম (বার) ফারুক আহমেদকে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস এর নেতৃত্বে সালামী দেয়া হয়।