রাতারাতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে তিতাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ আগস্ট) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারস্থ উত্তর জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় পার্টির কার্যালয় এসে সমাবেশ করেন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন, হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম, তিতাস উপজেলা জাতীয় যুব সমাজের সভাপতি প্রার্থী ফরহাদ কামাল বাবু।
এসময় বক্তৃতারা বলেন, অনতিবিলম্বে তেল, গ্যাস, সারসহ সকল দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রন করে সাধারন মানুষের ক্রয়ক্ষমতা সামঞ্জস্যের মধ্যে আনতে হবে। এই ভাবে দ্রব্যমুল্য বৃদ্ধি পেলে জনগন সরকারকে ধিক্কার দিবে এবং জনগনের চাহিদা অনুযায়ী দ্রব্যের দাম নির্ধারণ করতে হবে।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন তিতাস-হোমনা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।