ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী মিতা আক্তার জুলি (১৫) গত ৫ জুন বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ২ মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি। তাঁর সন্ধান চেয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। নিখোঁজ মিতা আক্তার জুলি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে ।
নিখোঁজ ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৪ এপ্রিল ঢাকা সাভারে রানা প্লাজা ভবন ধসে পড়ে যাওয়ার দূর্ঘটনায় মিতা আক্তার জুলির মা ও বাবা এক সাথে নিহত হওয়ার পর থেকেই সে কিছুটা মানুষিকভাবে অসুস্থ হয়ে যায় । এরপর থেকে নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে নানীর সাথে বসবাস করতে থাকে জুলি। মানসিক সমস্যার কারণে তাকে সবসময়ই চোখে চোখে রাখেন তার নানী।
গত ৫ জুন বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এর আগে কয়েকবার নিখোঁজ হওয়ার পরও বাড়িতে ফিরে এসেছে, কিন্তু এবার আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান এখনো পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় তাঁর নানী সুফিয়া বেগম গত ২০ জুলাই নবীনগর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১৪১৫। তার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, পড়নে ফুল হাতা জামা ও হাফপ্যান পরিহিত ছিলো।