খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহকে ফুল দিয়ে বরণ করলো,গুইমারা প্রেসক্লাব।
৭আগষ্ট রবিবার দুপুরে গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গুইমারা উপজেলায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহকে ফুল দিয়ে বরণ করেন,গুইমারা প্রেসক্লাবের সদস্যরা।
এসময় গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,অর্থ সম্পাদক শাহ আলম রানা,প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন,তথ্য ও গভেষনা সম্পাদক আব্দুর রহিম,সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল,দিদারুল ইসলাম হৃদয়,মুহাম্মদ মহি উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন,সাংবাদিকরা সমাজের দর্পন জাতির তৃতীয় নয়ন তাই,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিকল্প নেই।উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।