বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় সরকারের নিদেশনা অনুসারে রাত ৮ টার পর বিপনী কেন্দ্রসহ সকল দোকান বন্ধ করার বার্তা নিয়ে মাঠে নেমেছে উপজেলা ও পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। গতকাল ৩ জুলাই মঙ্গলবার প্রথমবারের মত তারা সরকারি নির্দেশনা নিয়ে মাঠে নামেন।
রাউজান উপজেলা ও পৌরসদরের ফকিরহাটে উপজেলা নির্বাহী আবদুস সামাদ সিকদার, মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ওসি বাজারের ঘুরে হ্যাণ্ড মাইকে ব্যবসায়ীদের প্রতি সরকারি নিদেশনা মেনে চলার আহ্বান জানান। তারা বলেছেন বিদ্যুৎ সংকট মোকাবেলায় সকলকে সহযোগিতা করতে হবে। এই সংকট সাময়িক দাবি করেন সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই চেষ্টা করছেন। এসময় উপজেলা উপজেলা সদরের ব্যবসায়ীরা আবদার করেন নয়টা পর্যন্ত সময় দিলে তারা কম ক্ষতিগ্রস্ত হবে। ইউএন সামাদ সিকদার ব্যবসায়ীদের স্মরণ করে দিয়ে বলেন সারা দেশে যেভাবে চলছে,সেভাবে চলবে রাউজান ।