সোনার বাংলা এখন জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে। যেদিকেই যাবেন আগুনের উত্তাপ হাত পুড়িয়ে দিচ্ছে। বস্তায় করে টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার পাবেন। সাড়ে ছয় লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেই পাচার এখনো চলছে। ব্যাংক খালি, আমদানী করার টাকা নেই, জিনিস পত্রের দাম লাগামহীন বাড়ছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। মধ্যবিত্তের চাপা আর্তনাদ দেখার কেউ নেই। করের বোঝা চাপিয়ে দিয়ে, তেলের দাম বাড়িয়ে সকল ক্ষেত্রে হযবরল অবস্থা তৈরী করে লুটপাটের মহোৎসব করা হচ্ছে। আজকে কৃষকের প্রাণ ওষ্ঠাগত। সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষি উৎপাদনকে ব্যাহত করা হচ্ছে। শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে একযোগে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বীর চট্টলা আন্দোলনের সূতিকাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা এই চট্টগ্রাম থেকেই। বর্তমানে যে অপশাসন চলছে তার অবসান করতে হবেই। বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলন করছে। সরকার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বিএনপি সহ সমমনা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের কে সংগ্রামী অভিনন্দন।রাজপথের আন্দোলনে আমরা ছিলাম আছি থাকবো। আজকে চট্টগ্রামে কল্যাণ পার্টির যে গণজোয়ার তৈরী হয়েছে সেই গণজোয়ারকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। সকল তরুণ তরুণীদেরকে বাংলাদেশ কল্যাণ পার্টির পতাকাতলে আমন্ত্রণ জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াস।এডভোকেট মামুন জোয়ার্দার এর সঞ্চালনায় থানা কমিটি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান তামান্না, আলী হোসেন ফরায়েজী, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো ইব্রাহিম খান সাদাত, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ,কল্যাণ পার্টির সিনিয়র উপদেষ্টা এডভোকেট জহুরুল হক আনসারী সভাপতি সাজিদ ইসলাম সাজিদ সিনিয়র সহ-সভাপতি চৌধুরী এস ইউ শাহীন সহ-সভাপতি
হাজী মুহাম্মদ সেলিম উদ্দিন
মুসলিম সিকদার
মিসেস মোর্শেদা বেগম আবুল বশর জর্জ মিয়া
সেক্রেটারি
এডভোকেট মামুন জোয়ার্দ্দার
যুগ্ম সম্পাদক
রফিকুল ইসলাম মোর্শেদ
মীর নাজীবুল্লাহ কায়সার
সাংগঠনিক সম্পাদক
মাহবুবুল আলম
সহসাংগঠনিক সম্পাদক
মিসেস খালেদা বেগম
সহসাংগঠনিক সম্পাদক
মিসেস শাহীনূর আক্তার
পাহাড়তলী থানা সভাপতি
মোশাররফ হুসাইন
দক্ষিণ জেলা সভাপতি
মুজ্জাম্মিল হুসাইন
উত্তর জেলা সভাপতি
দিদারুল আলম সুমন প্রমুখ।