মাগুরায় মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় মেডিকেল কলেজের হল রুমে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডাক্তার আ ত ম আব্দুল্লাহেল কাফি, সাবেক অধ্যক্ষ অলক কুমার সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ এ এস এম মারুফ হাসান, মাগুরা সদর হাসপাতালের সিভিল সার্জন, ডাঃ মোঃ শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সাবেক সুপারিন্টেন্ডেন্ট , ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুজ্জামানের শিখর বলেন, মাগুরা ছোট জেলা হলেও তাদের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসার কোনো ঘাটতি নাই, তিনি নবাগত শিক্ষার্থীদের মাগুরাবাসীর পক্ষ থেকে স্বাগত জানান এবং পড়াশোনার উন্নতিকল্পে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, মাগুরা মেডিকেল কলেজ মাগুরাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান থেকে দেশ সেরা চিকিৎসক তৈরি হবে আমরা সেটা বিশ্বাস করি।
অনুষ্ঠানে মাগুরা মেডিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীগণ নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন ও শিক্ষার্থীরা তাদের পরিচয় তুলে ধরেন।