মানিকছড়ি উপজেলার কালাপানি এলাকার মৎস্য প্রজেক্টে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আরাফাত হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটে! সে ঐ এলাকার মো. জসিম উদ্দীন ও জেসমিন আক্তারের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকার বারেক সর্দারের মৎস্য প্রজেক্টের দুপুরে সঙ্গীদের সাথে সে গোসল করতে নামে। গোসলেন এক পর্যায়ে তাকে না পেয়ে চিৎকার চেঁচামেচির করলে স্থানীয় ও পারিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করা।
থানা ওসি মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহত শিশু’র পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনে সম্মতি প্রদান করা হয়েছে।