ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে করে মানিকছড়ি উপজেলা যুবদল।
৪আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা দলিয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল সভাবেশ করা হয়।
এতে মহিউদ্দিন কিশোরের উপস্থাপনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা যুবদল আহবায়ক মোশাররফ হোসেন মেম্বার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান মাষ্টার, আব্দুল আওয়াল, সাবেক যুবদল সাধারণ সম্পাদক মীর হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ এমদাদ, মীর হোসেন, শাহাআলম প্রমুখ।
বক্তারা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতা চিরস্থায়ী না, কাজে যার নির্দেশে গুলি করছেন, সে গুলির হিসাব দিতে হবে। ভোলায় সেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীকে গুলি করে হত্যা করছেন যারা তাদের তালিকাও করছে বিএনপি। গুলি করা ব্যক্তিকেও হিসাব দিতে হবে। পুলিশভাই আপনি দেশরক্ষক হয়ে বক্ষকের খাতায় নাম যেন না আসে। আপনারা সবার জন্য সমান আপনাদেরকে সম্মান করি এইনয়যে আপনাদেরকে ভয়পাই। তবে আসেন পুলিশের পোশাগ খুলে রাজ নৈতিক মাঠে খেলা হবে। আবারো বলছি ক্ষমতাচিরস্থায়ী নয়। মানুষকে ভালো বাসেন সবাই আপনাদেরকে ভালো বাসবে সম্মান করবে।
সমাবেশে বক্তারা আওয়ামীলীগ সরকার লুটপাট ছাড়া কিছুই জানে না। সর্বক্ষেত্রে তারা ব্যার্থ হয়েছে। তারা বন্যায় দুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যর্থ ,ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে ব্যর্থ, বিদ্যুৎ নিয়ে তালবাহানা, দ্রব্যমুল্য বৃদ্ধি, সাধারণ জনগণকে খুন,গুম, প্রকাশ্য পুলিশ বাহিনী দিয়ে সাধারণ মানুষকে গুলি করে মারাসহ সকল কর্মকান্ডে। সর্বপরী দেশ পরিচালনায় ব্যার্থতার প্রমান দিয়েছে তাই ব্যার্থতার দায় নিয়ে এই সরকার বিদায় নিতে হবে।