মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুরে অগ্নিকান্ডে পাঁচ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব সাহেবপুর গ্রামের আমির আলী সদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আমিনুল হক, নয়নতারা, শাহাবুদ্দিন, সুজাউল হক, মাদল হকের পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সাথে সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আমিনুল হক জানান আমার মেয়ের বিয়ের জন্য এক লক্ষ আশি টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলাম আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে আমাদের পড়ার কোন কাপড় নেই এখন। আমরা পাঁচ ভাই এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের ঘরের নগদ টাকা স্বর্ণালংকার আসবাবপত্র জামাকাপড় সহ সব পুড়ে ছাই। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় মল্লিক জানান, সকাল ১১ টার দিকে আগুন লাগার ঘটনা শুনলে আমরা ছুটে যায় ফায়ার সার্ভিসকে খবর দিই। পাশাপাশি সাধারণ মানুষ আগুন নিভাতে সহযোগিতা করে। প্রায় দেড় ঘন্টা পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।