মীরসরাইয়ে বিদ্যালয়ের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. এন জামিউল হিকমা এ দণ্ডাদেশ প্রদান করেন। আটককৃত শওকত হোসাইন (২৮) চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার পাঠানটুলী গ্রামের আবুল মনছুরের ছেলে। নির্যাতিত শিক্ষিকা মীরসরাই উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ওই শিক্ষিকা বলেন, সোমবার সকালে বিদ্যালয়ে আসার সময় বাসের মধ্যে অভিযুক্ত ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে, ওই শিক্ষিকা এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরর কাছ লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. এন জামিউল হিকমা বলেন, বিদ্যালয়ের শিক্ষিকার অভিযোগে অভিযান চালিয়ে লম্পট যুবক শওকত হোসাইনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।