দেশের সীমানারক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’তে) মেজর পদে পদোন্নতি পেল কক্সবাজারের
ঈদগাঁওয়ের কৃতি সন্তান মোহাম্মদ আমজাদ হোসেন জুটন।
জুটন ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার দুবাই প্রবাসী সাজেদ উল্লাহ ও গৃহিণী জাহানারা খানমের বড় ছেলে।
মেজর পদে পদোন্নতি পাওয়া জুটন মিরপুর ডেন্টাল কলেজ থেকে ২০১১-১২ সালে বিডিএস ডেন্টাল সার্জারি লাভ করেন।পরে আবাসিক ডেন্টাল সার্জারি হিসেবে যোগ দেন ভৈরব আবেদিন হসপিটালে। সেখান থেকে ২০১৮ সালে সখের বসে ৬২ তম ব্যাচে আর্মি ডেন্টাল কর্পোরাল পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।
তিনি বর্তমানে সাতকানিয়ায় অবস্থিত বিজিবি হাসপাতাল ডেন্টাল সার্জন বিভাগের অতিরিক্ত পরিচালক
এদিকে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি সেনাবাহিনী থেকে বিজিবিতে বদলী হন। তার দক্ষতা, বিচক্ষণতা, সাহসিকতা দেখে কর্পোরাল থেকে মেজর পদে পদোন্নতি দেওয়া হয় বলে জানান মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন।
এ উপলক্ষে গতকাল ১৪ আগস্ট জুটনকে মেজর পদের র্যাংক পরিয়ে দেন বিজিবির উর্ধ্বতন কর্মকতারা। মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন ১৯৯৩ সালে ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন।
তিনি চট্টগ্রাম সরকারি হাই স্কুল থেকে ২০০৮ সালে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে ২০১০ সালে জিপিএ ৫ পেয়ে সফলতার সাথে এইচএসসি পাস করেন। তার ছোট ভাই শাহরিয়ার আরেফিন ইমন একজন ব্যাংকার, অপর ভাই সায়েদ আরেফিন শাওন নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ও ছোট বোন সামিয়া জাহান বুশরা নাসিরাবাদ সরকারি গালর্স স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী।
এদিকে আমজাদ হোসেন জুটন মেজর পদে পদোন্নতি পাওয়ায় তার গ্রামের বাড়ি ঈদগাঁও উপজেলায় খুশির আমেজ বিরাজ করছে। মেজর পদে পদোন্নতি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছে ঈদগাঁওয়ের সর্বস্থরের জনতা।
এক প্রতিক্রিয়ায় মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকলের দোয়া আশির্বাদ কামনা করেন।