চট্টগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘রক্তবন্ধু ফোরাম চট্টগ্রাম’ এর টি-শার্ট বিতরণ ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ রহিম বাদশা র সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর সিআরবিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিম মুসাইদাহ ফাউন্ডেশন এর পরিচালক লায়ন আবু হাসান।
বিশেষ অতিথি ছিলেন- মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন চৌধুরী হারুন।
উপস্থিত ছিলেন- হিলফুল ফুজুল ব্লাড ব্যংক এর প্রতিষ্ঠাতা এডমিন মোহাম্মদ বাপ্পু, মানবিক দৃষ্টি ভঙ্গি ফাউন্ডেশন এর পরিচালক ইউছুপ জালাল, হাফেজ জিন্নাহ ব্লাড ডোনাস এর সভাপতি মোহাম্মদ ওসমান গনি, রক্ত বন্ধু ফোরাম চট্টগ্রাম এর সহ-সভাপতি মোহাম্মদ হাবিবউল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, কার্যকরী সদস্য মারজানা আকতার আনিকা, মোহাম্মদ তারেক ইসলাম, দাউদ হোসেন মানিক, মোহাম্মদ আজিজ ও তাহিন সহ কার্যকরী সদস্যদের প্রায় সকলেই।