রাউজানে হযরত রমজান আলী স্মৃতি সংসদের উদ্যোগে আহলে বায়তে রাসুল(দঃ)স্মরনে শোহাদায়ে কারবালা মাহফিল ও রমজান আলী সুন্নী নুরানী মাদ্রাসার সালনা জলসা অনুষ্ঠিত হয়। ২৩আগস্ট মঙ্গলবার রাতে হলদিয়া সর্তারকুল রমজান আলী জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের জনসাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রযভীয়া নূরিয়া ট্রাষ্টের চেয়ারম্যান পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা আবুল কাসেম নুরী(মা.জি.আ)।মাওলানা মোজাম্মেল হোসাইনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা সাদেক রেযা হোসাইনী।শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক মাওলানা সৈয়দ আলী আকবর তৈয়বি।উপস্থিত ছিলেন সাংবাদিক এম বেলাল উদ্দিন,মাওলানা জাফর উদ্দিন কামালি,মাওলানা হাছান আলী,আলহাজ্ব ইদ্রিস মিয়া চৌধুরী,ইঞ্জিনিয়ার আবু আহমেদ,আলহাজ্ব মাহাবুল আলম,মাওলানা কমর উদ্দিন,আলহাজ্ব মাওলানা সোলেমান চৌধুরী,মুহাম্মদ ইউছুফ,প্রবাসী মুহাম্মদ খোরসেদ,সৈয়দ মুহাম্মদ তারেক,প্রবাসী মুহাম্মদ সৈয়দ,শেখ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মুহাম্মদ নেজাম, মাওলানা শাহাদাৎ,হাফেজ মাওলানা ওমর ফারুক,হাফেজ মাওলানা আবু ছালেহ,মুহাম্মদ ইয়াকুব বাদশা, মুহাম্মদ মামুন মিয়া,মুহাম্মদ আনোয়ার,মুহাম্মদ জাগের হোসেন,মুহাম্মদ সাইফুল সহ স্মৃতি সংসদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন মাওলানা নঈমুল হক।আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ আল্লামা আবুল কাসেম নুরী(মা.জি.আ)।এর আগে বিকালে খতমে কোরআন,ও বিভিন্ন ইভেনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।