চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত হয়েছে মোটর সাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (২২ )।অপর একজন আরোহী আহত হয়েছে।গতকাল ২৮ আগস্ট রবিবার দুপুর বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান বাইন্যাপুকুর এলাকায় সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটর সাইকেল আরোহী দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এক মোটরসাইকেল আরোহী সাজ্জাদকে মৃত্য বলে ঘোষনা করেন।নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল হাসান জানান।অপর আহত মোটর সাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ট্রাকটি ও মোটর সাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।নিহত সাজ্জাদ রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান মাঝিপাড়া এলাকার মৃত আবদুল সালামের পুত্র।সেই মধ্যপ্রাচ্যে ছিলেন।মধ্যপ্রাচ্য থেকে দেশে এসে মোটর সাইকেল ক্রয় করে মোটর সাইকেল নিয়ে চলাচল করতো বলে স্থানীয়রা জানান।অপর মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।