কৃষি উন্নয়ন প্রকল্পের রাউজানে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।গতকাল রোববার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে কৃষি মেলার উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার।কৃষি অফিসার ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামসহ ১৪টি ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।পরে মেরায় একজন প্রান্তিক কৃষককে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে ।তিনব্যাপী এ মেলায় কৃষি প্রযুক্তি সহ বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের স্টল অংশ নেয়।