সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার অপরাধে নোয়াপাড়া পথের হাট ও উরকিচরের পাঁচটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে। গত ৯ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার ও সহকারী কমিশনার (ভুমি) রিদুওয়ানুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযান কালে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া। সহযোগিতা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।