জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও শোক দিবস অনুষ্ঠানে রাজবাড়ী বালিয়াকান্দির ধর্মতলা আদর্শ
মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে স্কুল বাড়ান্দায় সাউন্ড সিস্টেম বক্সে হিন্দি গান
বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।আমাদের হাতে আসা এই ভিডিও তে দেখাযায়, বালিয়াকান্দি জঙ্গল ইউপির ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবস পালনের জন্য আনা সাউন্ড সিস্টেম বক্সে হিন্দি গান বাজছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড় ক্ষুদে বার্তা ও ফোন দিলে তিনি ধরেন নাই। মিডিয়াতে প্রচার হওয়া এ বিষয়ে শিক্ষক নেতা, সারাদেশের শেষ্ট্র শিক্ষক বহরপুর স্বাবলম্বী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন একটা শোকের দিনে কেহ জ্ঞানত এ কাজ করবে না। হতে পারে সাউন্ড পরীক্ষা করার জন্য অপারেটর কাজ টা করতে পারে।তা ছাড়া ভিডিও যেটা দেখা যাচ্ছে ৩৯ সেকেন্ড সেটা হয়তো মেমোরীতেই ছিলো।মাইক ওয়ালার ভুলে হয়ে গেছে।