লাকসাম উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ আগষ্ট সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হল রুমে রয়েল ড্যানিস এ্যাম্বাসি ও ব্র্যাক মাইগ্রেশন এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনে’র সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন এর জেলা সমন্বয়কারী মোঃ আবদুর রহিম এর উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, ডেমো সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, কুমিল্লা জেলা ব্র্যাক আরএসিস ম্যানেজার শুভাশিস দেবনাথ, তথ্য অফিসার রাবেয়া সুলতানা, সাইফুল ইসলাম, অজিত কুমার দাস,পংকজ গোস্বামী, মাকসুদ রহমানসহ
সরকারি ও বিভিন্ন বেসরকারি কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন তিনি বলেন, প্রতারিত এবং বিদেশ ফেরত অভিবাসীদের আইনগত সহায়তা এবং অর্থনৈতিক সহযোগীতা করে তাদের ঘুড়ে দাঁড়াতে সহযোগিতা করতে হবে। ব্র্যাক এ কাজে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে।