লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙ্গনে দিশেহারা মানুষ। গত ২ ১ মাসে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি মৌজার চোংগাদারা ও দিঘলটারী গ্রামের শতাধিক ঘর-বাড়ী, ফসলী জমি, গাছ-পালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে রয়েছে কালমাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, আনন্দ বাজার, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ এবং মন্দির। জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গনের কবলে পড়া পরিবার গুলোর খাদ্য সংকট মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) রাতে তিস্তা নদী তীরবর্তী সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান জেলা প্রশাসক আবু জাফর। নদী ভাঙ্গনের কবলে পড়া পরিবার গুলোর মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবন, মসলা সহ ১২ প্রকারের খাদ্য সামগ্রী প্যাকেজ অর্ধশত পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ ছাড়াও পৃথক ভাবে ২৫০ জন পরিবারের মাঝে ১০ কেজি করে জি.আর চাল খাদ্য সহায়তা হিসেবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল জানান , নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষ যাতে খাদ্য সংকটে না পরে সে লক্ষে জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও এই এলাকার তিস্তা নদীর ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয় বোর্ড জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু জাফর জানান, তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সেখানে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন এবং মানুষের দুঃখ দুর্দশা লাঘবে জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, খুনিয়াগাছ ইউনিয়নের চোংগাদারা এলাকায় নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে। সেখানে ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানের ব্যবস্থা গ্রহন করা হবে।
ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, খুনিয়াগাছ ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল প্রমুখ।