লালমনিরহাটে মরহুম মসজিদের ইমাম এর পুরাতন কবর ভেঙে দিয়েছে প্রতি পক্ষ। এমন ঘটনায় এলাকাবাসীর মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর সাহেবপাড়া এলাকার (সাবেক) মসজিদের ইমাম মরহুম মৈমুদ্দিন মুন্সি ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর তিনি মৃত্যু বরন করেন। সে সময় তার বাবার পৈত্রিক জমির উপর কবর দিয়ে মরহুম ইমাম এর দাফন সম্পন্ন করা হয়েছিল।
কিন্ত একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে খোকন, সুরুজ্জামাল ও নুর জামাল জমি- জমার জের ধরে বৃহস্পতিবার ৪ আগষ্ট লাশের ওয়ারিশগন কে না জানিয়ে দিন- দুপুরে প্রকাশ্য পাকা করা পুরাতন কবর টি ভাঙ্গতে শুরু করেন পরে এলাকাবাসীর বাঁধার মুখে ৪ ভাগের ৩ ভাগ ওয়াল ভেঙে দেয়। বর্তমানে ১ পাশে ওয়াল রয়েছে। এমন ঘটনার খবর পেয়ে তার ছেলে রমজান আলী প্রতিবাদ করে পুনরায় কবর নির্মানের দাবী জানালে প্রতি পক্ষ খোকন প্রভাবখাটিয়ে কিছুতে রাজি না হয়ে উল্টো মরহুম ইমাম এর ছেলে রমজান আলীসহ তার ওয়ারিশ গনকে অকথ্য – ভাষায় গালি – গালাজ করে এবং প্রান নাশের হুমকি দেন। অপরদিকে এলাকাবাসী একাধিকবার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। উপায় না পেয়ে এর প্রতিকার চেয়ে শুক্রবার ৫ আগষ্ট রাতে মরহুম এর ছেলে রমজান আলী বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ওই ৩ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন। ওসি এরশাদুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এমন পরহেজগার ব্যক্তির ২৭ বছরের পুরাতন কবর কেন ভেঙে দিয়েছে তার উচিত বিচার
দাবী করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে কবর ভংচুরের চিত্র লক্ষ্য করা গেছে।