লালমনিরহাটে অবৈধভাবে রেলের জমিতে পাকা বাড়ি নির্মাণ, সরকারি বৃক্ষ নিধন, একাধিক পরিবারের বসবাস ও চলাচলের বাঁধা সৃষ্টি এবং লালমনিরহাট রেলওয়ে কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয় চত্ত্বরে নাগরিক সমাজ পুরাতন শহর কুড়িগ্রামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী আক্তারুল ইসলাম রাজু-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী নিমাই চন্দ্র রায়, দেলোয়ার হোসেন, মধু সুদন রায়, নিরঞ্জন সিংহ, ভুক্তভোগী রাশেদ হাসান রনি প্রমুখ। এ সময় নাগরিক সমাজ কুড়িগ্রাম ও লালমনিরহাটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।