1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার ৯বছরে পদার্পন অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার ৯বছরে পদার্পন অনুষ্ঠান

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৭৩ বার

সাপ্তাহিক “আলোর মনি” পত্রিকার ৮তম বর্ষপূর্তি ও ৯বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে পদার্পন অনুষ্ঠান উদযাপন করেন– প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

পরে আলোচনা সভায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক এর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক প্রথম আলো পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মোঃ আবদুর রব সুজন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) মোঃ নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।

বক্তারা সাপ্তাহিক আলোর মনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির।

এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সহসভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ মজিবর রহমান, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, রোটারি ক্লাব অব লালমনিরহাটের সেক্রেটারী শেখ মঞ্জুর আলম, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঞাঁ, প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, কিন্ডার হিল্পস্ ওয়ার্ক্যের নির্বাহী পরিচালক জেমস আশীষ দাস, আরশী নগর বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ বাদশা আলম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী ওস্তাদ তাজুল চৌধুরী, কলামিস্ট আজমুল হক পুতুল, মোঃ হযরত আলী, আনোয়ার হোসেন, আদরসহ লালমনিরহাট জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম