মেঘ বালিকার ঘুম ভাঙছে না
অপেক্ষার প্রহর শেষে হয়ে এলো।
খুব কাছেই সামিয়ানা টাঙাবে
কালের ভাদ্র’মাস।
এই ধরাধামে চিকচিক বালু,
শুকনো পাতাগুলো বাতাসে উড়ছে
মাঠ ঘাট ফেটে চৌচির
সবুজের বুকে হাহাকার।
ঐ যে নদী তাতো আছে শীর্ণকায়
নিজের ইচ্ছায় লড়ছে না,
সব মানুষের কারসাজি
মেশিন তার উদ্ভাবক।
তবে মেঘনাদ কোথায় তুমি?
অভিমানে মুখ লুকিয়ে
আকাশে শুভ্র সাদা চাদর মুড়িয়েই কি বসে থাকবে গরম’যে চরমে উঠে বিস্তৃত
তাতে সূর্য দৌড়ে এগিয়ে যাচ্ছে
সকাল হতেই চতুর্দিকে,
ঝিকিমিকি রোদ্দুর্র বিলিয়ে
চিমটি কাটছে মানুষের গায়ে।
কবির মন ভালো নেই
নেই খোশমেজাজ কবি।
কতো স্বপ্ন নিয়ে বসে আছি,
তুই এলে তোর তর্জনগর্জন ঝিমঝিম শব্দে প্রেমের ভেলা ভাসিয়ে দিতাম।
আকাশের সিমান্তে বন্দী না থেকে
মানুষের ভালোবাসা পেতে
নিচে নেমে আয় একটু ভিজে যাই।
সবুজ ধানের দোলা দোলিতে
দু-চোখ মেলে একটু প্রকৃতির দিকে তাকাই।।