চট্টগ্রামের সাতকানিয়ায় চেক প্রতারনা মামলায় নেওয়াজ হোসাইন নিষাদ (৪০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ আগষ্ট) বিকেলে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার নেওয়াজ উপজেলার সদর ইউনিয়নের করাইয়ানগর ২নং ওয়ার্ড বাহাদুর পাড়া এলাকার মৃত মোঃ আব্দুল আজিজের ছেলে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।
পুলিশ জানায়, চেক প্রতারনা মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ওই ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, আদালতের নির্দেশে চেক প্রতারনা মামলায় নেওয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।