নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষিকী উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে পৌর সেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ করা হয়েছে।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,খতমে কোরআন, দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু চত্বরে ৫০০শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।