জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রোটারি জেলা ৩২৮২ গভর্ণর দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহ মোহাম্মদ আলমগীর খান। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন- বাঙালি জাতির অবিসাংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা আমরা পেয়েছে একটি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’য় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। মহান এ নেতার সে স্বপ্ন পূরণে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মো: নাজমুল হোসাইন খান। এতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, আরিফুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তা, ফয়েজুল হাসান বাবু, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম ও আয়শা আলী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান- মানবিক বিভাগের: সানজিদা আক্তার, দ্বিতীয়স্থান – বিজ্ঞান বিভাগের: কারিমা সরকার, তৃতীয় স্থান – বিজ্ঞান বিভাগের: আমাতুর রাহীম রিতু এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান- বিজ্ঞান বিভাগের: রিয়াজুল ইসলাম, দ্বিতীয় স্থান – ব্যবসায় শিক্ষা বিভাগের: রাকিবুল ইসলাম রাফি, তৃতীয় স্থান- বিজ্ঞান বিভাগের: নাইমুজ্জামান। বিজয়ী সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেওয়া হয়।