কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঠাকুরগাঁও জেলা কমিটির এক আলোচনা অনুষ্ঠিত হয়। ২৭ আগষ্ট শনিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।
বক্তব্য দেন, ক্যাব কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মুহাম্মদ সাজেদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আবুল মনসুর সরকার, প্রবীর কুমার গুপ্ত, সাংবাদিক ফিরোজ আমিন সরকার, রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ, প্রস্তাবিত জালানী রপ্তানী নীতি, জ্বালানী সনদ চুক্তি এবং ঠাকুরগাঁও জেলা কমিটি পুনর্গঠন ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ভোক্তা অধিকার আন্দোলন বাস্তবায়ন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা কমিটির করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।