খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ২৯ আগস্ট ২০২২ তারিখ সকাল ৮.০০ টা হতে বিকাল ৪.০ টা পর্যন্ত রামগড় পৌরসভার মাষ্টার পাড়া(সিনেমা হল) হতে রামগড় পৌরভবন পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় বিধান মোতাবেক আদেশ জারি করা হয়েছে। রামগড় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ ইখতেয়ার উদ্দীন আরাফাত।
একইস্থানে জাতীয়তা বাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসুচী হিসাবে রামগড় বিএনপি সভা করা অনুমতি প্রার্থনা করেন ঠিক তেমনি রামগড় ছাত্রলীগ ১৫ আগস্ট শোক সভা করা অনুমতি প্রার্থনা করেন।
২৮ আগস্ট সন্ধা বিছিন্ন কিছু ঘটনা ও আগামী কাল ২৯ আগষ্ট একই স্থানে দুই দলে সভা আহবান করায় উক্ত সভার স্থলের আশপাশ জন সাধারণ ক্ষতি সাধন হতে পারে মর্মে।
আগামীকার ২৯আগস্ট ২০২২ তারিখ সকাল ৮.০০ টা হতে বিকাল ৪.০ টা পর্যন্ত রামগড় পৌরসভার মাষ্টার পাড়া(সিনেমা হল) হতে রামগড় পৌরভবন পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় বিধান মোতাবেক আদেশ জারি করা হয়েছে।
উক্ত এলাকায় ৪জনের বেশি লোক একত্রিত হতে পারবেনা, অনুমতিবিহীন কোন প্রকার সভা সমাবেশ করা যাবে না।