গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফের ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় এই বারও ৫ দিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিলের আয়োজন হয়েছে। রবিবার শোহদায়ে কারবালা মাহফিলের চতুর্থ দিবস পালিত হয়।শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন, হাফেজ মোহাম্মদ সিফাত এবং নাত-ই-রাসূল পরিবেশন করেন, হাফেজ ওসমান গনি,ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন, আবু সালেহ ও সাজ্জাদ হোসেন আরমান।মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের সদস্য-মোকসেদুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ সাজ্জাদানশীন মাওলানা আবুল ফজল মোহাম্মদ সাইফুল্লাহ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ইলিয়াছ হোসাইনী ও মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ আলকাদেরী।
মোহাম্মদ আবু আহমদের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সচিব ফজলুল হক ফজু,মোহাম্মদ নাসির, সৈয়দ মোহাম্মদ হাবিব বাবু, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, ডা: বরুন কুমার আচার্য বলাই, মোহাম্মদ খুরশিদ আলম,মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, মোহাম্মদ নুর মিয়া, অপু সরওয়ার, জাহেদ সরওয়ার, মজিবুর রহমান রাসেল ও আসরাফ সিদ্দিক আরো প্রমুখ।পরিশেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ইলিয়াছ হোসাইনী সাহেব।