মহানগরীর বাসন এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা খোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ১৩নং ওয়ার্ড কড্ডা খোয়ারপাড়া এলাকার আকবর আলীর ছেলে সাঈম হোসেন (১২) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১১)।
স্থানীয়রা জানায়, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদীতে গোসল করতে নামে তিন শিশু। গোসলের এক পর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। পরে পাশে থাকা অপর শিশুর চিৎকারের লোকজন ছুটে এসে নদীতে নেমে খুঁজতে শুরু করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু দুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) মতিউজ্জামান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।