1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক ফোরকান, সচিব জাবের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক ফোরকান, সচিব জাবের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২২০ বার

ওলামা দলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে ওলামা দল কেন্দ্রীয় সংসদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ওলামাদলের প্রধান সমন্বয়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী মীর মুহাম্মাদ নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমদ খান এর লিখিত যৌথ সুপারিশ গত ১৭ আগস্ট ওলাম দলের কেন্দ্রীয় সংসদে প্রেরণ করেন। সেই সুপারিশের প্রেক্ষিতে ২০২০ সালের ৩০ অক্টোবর গঠিত মেয়াদ শেষ হওয়া কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৭আগস্ট ওলামা দল কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক ও সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদারের যৌথ সমন্বয়ে মাও. হাফেজ ফোরকানকে (কর্ণফুলী) আহ্বায়ক, মাও. হাফেজ মুহাম্মাদ জাবের হোসাইন চৌধুরীকে (বাঁশখালী) সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্যান দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্মআহ্বায়ক মাও. আবদুল কারীম ছানবী (বাঁশখালী), মাও. ইলিয়াছ (বাঁশখালী), মাও. নোমান ফারুকী (বোয়ালখালী), মাও. হাফেজ সেলিম (লোহাগাড়া), মাও. ইসমাইল আশরাফী (আনোয়ারা), মাও. তৌহিদুল ইসলাম (পটিয়া), মাও. ওসমান গণি (বাঁশখালী), মাও. সাউদ দোহাজারী (চন্দনাইশ), হাফেজ আবদুল করীম (কর্ণফুলী), সদস্য মাও. গফুর শাহ আনোয়ারী (আনোয়ারী), মাও. শাকের উল্লাহ আজাদ (বাঁশখালী), মাও. জাকের হোসেন (লোহাগাড়া), নজরুল ইসলাম (আনোয়ারা), মাও. হাফেজ জয়নাল আবেদীন (বাঁশখালী), মাও. হাফেজ আবুল কালাম (বোয়ালখালী), মাও. নেজাম উদ্দিন (চন্দনাইশ), মাও. আমির হোসেন (বোয়ালখালী), মাও. আহমুদুর রহমান (লোহাগাড়া), মাও. ফজলুল হক (আনোয়ারা), মাও. ফোরকান (কর্ণফুলী), হাফেজ কামাল উদ্দীন (কর্ণফুলী), মাও. খালেদ জোবায়ের (সাতকানিয়া), মাও. মাহমুদুল হক (বাঁশখালী), মাও. মুফতি এম. এ. ছগীর (বাঁশখালী), মাও. হাফেজ দেলোয়ার (পটিয়া), মাও. আসহাব উদ্দিন (বাঁশখালী), মাও. মুহাম্মদ আলী (বাঁশখালী), মাও. মুহিত (আনোয়ারা), মাও. মঈন উদ্দিন (আনোয়ারা), মাও. হাফেজ হেলাল (চন্দনাইশ), মাও. জাকের হোসাইন (চন্দনাইশ), হাফেজ ফয়েজ আহমদ (সাতকানিয়া), হাফেজ মাও. মোক্তার (লোহাগাড়া), মাও. নজরুল ইসলাম (বাঁশখালী), মাও. এহসান হাবিব (বাঁশখালী), মাও. নজরুল ইসলাম (আনোয়ারা), মাও. ফোরকান (বাঁশখালী), মাও. খোরশেদ (বাঁশখালী), মৌলভী হোসাইন (বাঁশখালী), মাও. সেলিম উল্লাহ (বোয়ালখালী), মাও. মোরশেদ (বোয়ালখালী), মাও. আবু বক্কর (পটিয়া), মাও. শহিদুল ইসলাম (বোয়ালখালী), মাও. হাফেজ সেনান উল্লাহ (পটিয়া), মাও. শহিদ উল্লাহ (পটিয়া), মাও. আসাদ উল্লাহ (পটিয়া), মাও. ইদ্রিস (পটিয়া), মাও. মহিউদ্দিন (বাঁশখালী), মাও. মুহাম্মদ ছাব্বির (সাতকানিয়া)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম