চট্টগ্রামে পটিয়া তথ্য অফিসের ব্যবস্থাপনায় চট্টগ্রাম দক্ষিণের ৮টি উপজেলায় ৩৮৪টি স্থানে ইউনিসেফের সহযোগীতায় করোনা ভাইরাস প্রতিরোধে সকলের করণীয় বিষয়ক ফেস্টুন লাগানো হয়েছে। এর ফলশ্রুতিতে জনগণ উদ্বুদ্ধ হয়ে ভ্যাকসিন নিচ্ছে যা আগের চেয়ে ভ্যাকসিন নেওয়ার হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস এর সংক্রমণ রোধে আপনার করণীয় করোনা প্রতিরোধে নিজে নির্ভয়ে টিকা নিন ও অন্যকে টিকা নিতে বলুন।
টিকা নিলেও বাইরে গেলে মাক্স পরা চালিয়ে যান এবং বাংলাদেশকে করোনা মুক্ত রাখুন। করোনায় অনেক শিশুর লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং কন্যা শিশুকে বিয়ে দিচ্ছে। শিশুদের স্কুলে পাঠান ও বাল্য বিয়ে ঠেকান। আপনার পরিবারের প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ যত্ন নিন। পটিয়া তথ্য অফিস এসমস্ত লিখাগুলো লিখে ফেস্টুন দিয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। পটিয়া তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস জানান, ইউনিসেফের সহযোগীতায় আমরা ৮টি উপজেলায় গ্রামে গঞ্জে সাধারণ জনগণকে টিকা নিতে এবং করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছি এবং এক্ষেত্রে সাধারণ জনগণের টিকা নেওয়ার আগ্রহটা অনেক বাড়ছে। জনগণ সচেতন হচ্ছে বলে জানান তিনি।