1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই দেশ স্বাধীন হয়েছে' : প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ক্রীড়া দিবস উপলক্ষের্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বোরো জমিতে গায়েবি মাদ্রাসা, নেই ছাত্র, নেই শিক্ষক ! মাগুরায় মসজিদের হিসাব চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা মিরানের মৃত্য! নকলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত প্রায় ২০- ৩০ লক্ষ টাকা  ! আনোয়ারায় জামায়াতে ইসলামী কর্মীর উপর দুর্বৃত্তের হামলা কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবীতে ঈদগাঁওয়ে মানববন্ধন  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পূর্বের শত্রুতার জেরে চাচা শ্বশুর এবং শ্যালকের মারপিঠে আহত জামাই, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই দেশ স্বাধীন হয়েছে’ : প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৪১ বার

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ আজও স্বাধীনতা লাভ করত কি না সন্দেহ। কারণ বঙ্গবন্ধুর আগে তো অনেক বড় বড় নেতার জন্ম হয়েছিল বাংলার মাটিতে। কিন্তু কেউ তখন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেননি। তাঁদের ডাকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেনি। একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।’গত ১৫ আগস্ট ২০২২ইং সিলেট টিলাগড়ে বিকেল ৩টায় ‘বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল বিশিষ্ট কবি রোটারিয়ান মোহাম্মদ শামস উদ্দিন (আরণ্যক শামছ) প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিসিক কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট লেখক প্রফেসর সুনির্মল দেব, কবি আনোয়ার হোসেন মিছবাহ, কবি ধ্রুব গৌতম, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সাংবাদিক আফিকুর রহমান আফিক ও সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন। আলোচনা ও লেখা পাঠ করেন গীতিকবি উত্তম কুমার চৌধুরী, প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, কবি ও গল্পকার বিনতা দেবী, কবি ইসমত আরা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি রোকসানা বেগম, কবি লিপি রানী পাল, কবি শেখ রেহানা আক্তার লিপি, সৈয়দা ফরিদা খাতুন সেলিনা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘শোকের পংক্তিমালা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন শিশু আবৃত্তিশিল্পী তন্ময় আব্দুল্লাহ সৃজন, অর্ণব, মেহেরাব হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন বাহার উদ্দিন বাহার। সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু লেখক পরিষদের সিলেট জেলা কমিটির খসরা অনুমোদন করা হয়, যা শীঘ্রই কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে অনুমোদনের জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম